১৫,১০০ কিলোমিটার পাড়ি দিয়ে নয়া রেকর্ড গড়ল এয়ার ইন্ডিয়া

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ডটকম

বিরতি ছাড়া ১৫,১০০ কিলোমিটার পাড়ি দিয়ে নয়া রেকর্ড গড়ল এয়ার ইন্ডিয়া।দিল্লি থেকে সান ফ্রান্সিসকো এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় বিশ্বের দীর্ঘতম পথ পাড় পালকটিও যুক্ত হল এয়ার ইন্ডিয়ার মুকুটে। সংবাদ সংস্থা সূত্রে খবর, দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার যে পুরনো রাস্তা সেটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যায়। কিন্তু এ বার আটলান্তিক মহাসাগরের উপর দিয়ে নতুন যে রাস্তাটি আবিষ্কার করা হয়েছে তাতে ১,৪০০ কিলোমিটার বেশি পথ অতিক্রম করতে হয়। কিন্তু অদ্ভূত ভাবে এতে সময় দু’ঘণ্টা কম লাগে।

air-india

এয়ার ইন্ডিয়া

১,৪০০ কিলোমিটার বেশি পথ হওয়া সত্ত্বেও সান-ফ্রান্সিসকো যাওয়ার জন্য নতুন পথটিকেই মনোনীত করেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। কারণ এতে গন্তব্যে পৌঁছতে প্রায় দুই ঘণ্টা সময় কম লাগে। এর পিছনে আসল রহস্য হল, আটলান্তিকের উপরে বিমানের গতিমুখের দিকেই থাকে হাওয়ার গতিমুখ। এই হাওয়াই বিমানকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যায়। দু’ঘণ্টা কম সময় লাগায় এতে জ্বালানি খরচও কম হয়।খবরঃআনন্দ বাজার পত্রিকা

 

Leave a Reply

Your email address will not be published.