দুবাইয়ে বুর্জ খলিফার চেয়ে উচু বিল্ডিং হচ্ছে

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

পৃথিবীর উচ্চতম টাওয়ার বুর্জ খলিফার উচ্চতা ২,৭০০ ফুট অর্থাৎ ৮২৮ মিটার। এখন পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফাই পৃ্থিবীর উচ্চতম টাওয়ার

burja-kholifa

বুর্জ খলিফা

আবার দুবাইয়েই বুর্জ খলিফার চেয়ে উচু টাওয়ার তৈরী হবে। তবে নতুন টাওয়ারটির উচ্চতা কত হবে তা এখনও খোলসা করেননি ইঞ্জিনিয়াররা। শুধুমাত্র জানানো
হয়েছে, নতুন টাওয়ারটি বুর্জ খলিফার থেকেও উঁচু হবে।

proposed-building-hiherthan-burja-kholifa4

প্রস্তাবিত নতুন বিল্ডিং এর নকশা

এই টাওয়ারটি নির্মাণ শেষ হলে সেটিই হবে বিশ্বের উচ্চতম টাওয়ার। ইমার প্রপার্টিস এবং দুবাই হোল্ডিংয়ের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই হাইরাইজ বিল্ডিং।

proposed-building-hiherthan-burja-kholifa1

ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, এই স্কাইস্ক্র্যাপার তৈরিতে বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪০ কোটি টাকা খরচ হবে।

proposed-building-hiherthan-burja-kholifa2

দুবাইয়ের ক্রিক হারবারে তৈরি হবে প্রস্তাবিত এই টাওয়ার।

proposed-building-hiherthan-burja-kholifa3

২০২০-র ট্রেড ফেয়ারের আগেই এই বিল্ডিং তৈরির কাজ শেষ হবে বলে জানা গেছে।

বিল্ডিংটির উপরে একটি ৩৬০ ডিগ্রি অবজারভেশন ডেক থাকবে, যেখান থেকে দেখা যাবে গোটা দুবাই শহরকে।

proposed-building-hiherthan-burja-kholifa5

ইঞ্জিনিয়াররা আশা করছেন, ২০২০ সালের মধ্যে এই টাওয়ার তৈরির কাজ শেষ হবে।

proposed-building-hiherthan-burja-kholifa6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *