সোমালিয়ায় বন্দী নাবিকরা বাঁচার জন্য ইঁদুর খেয়েছেন

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

সম্প্রতি মুক্তি পেয়েছেন প্রায় পাঁচ বছর আগে সোমালিয়ায় জলদস্যুদের দ্বারা অপহৃত এক দল নাবিক।

জলদস্যুদের কাছ থেকে উদ্ধার হওয়া একজন নাবিক বিবিসিকে জানিয়েছেন, প্রাণে বাঁচার জন্য তারা কখনও কখনও ইঁদুরও খেয়েছেন।ফিলিপাইনের নাবিক আরনেল বালবেরো বলেছেন, দিনশেষে তাঁদের মনে হতো মৃত্যুর সঙ্গে বসবাস করছেন তারা।বন্দী অবস্থায় তাদের যৎসামান্য খাবার দেওয়া হতো।

sailors

সোমালিয়ার জলদস্যুরা ২০১২ সালে একটি জাহাজের ২৬ জন নাবিককে জিম্মি করে সোমালিয়ায় নিয়ে যায়। এই নাবিকেরা  বিভিন্ন দেশের নাগরিক ছিলেন।প্রায় পাঁচ বছর বন্দী থাকার পর মুক্তিপণ নিয়ে শনিবার তাদের ছেড়ে দিয়েছে জলদস্যুরা।জলদস্যুদের হাতে বন্দী নাবিকেরা ছিলেন চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক ।

সিচিলিসের দক্ষিণ থেকে জাহাজসহ তাদের জিম্মি করে সোমালিয়ার জলসদ্যুরা। ওই সময় একজন ক্রু নিহত হন।জলদস্যুরা নাবিকদের জিম্মি করার এক বছর পর জাহাজটি ডুবে যাওয়ায় নাবিকদের সোমালিয়ার কূলে নিয়ে যাওয়া হয়। আর সেই সময়ে অসুস্থ হয়ে দুজন নাবিক  মারা যান।

আরনেল বালবেরো জানিয়েছেন, জলদস্যুরা তাদের যৎসামান্য খাবার দিত। যে কারণে তারা জঙ্গলে ইঁদুর রান্না করে খেতেন। বিবিসিকে তিনি আরো বলেন, ‘আমরা যা পেতাম তাই খেতাম। বনে-জঙ্গলে বেঁচে থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে।খবরঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published.