দ্বিতীয় টেষ্টে শফিউল বাদ, নতুন মুখ মোসাদ্দেক-শুভাশীষ
স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বিসিবি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে।দুই নতুন মুখ সোমবার দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে আছে । টেস্ট দলে ডাক পেয়েছেন ওয়ানডে সিরিজে আলো ছড়ানো অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার শুভাশীষ রায় । দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম।
চট্টগ্রামে প্রথম টেষ্টের পারফরম্যান্স দেখে অনুমান করা গিয়েছিল সফিউল হয়ত দ্বিতীয় টেষ্টের দলে থাকবে না।আর তার জায়গায় ডাক পেয়েছেন শুভাশীষ। দ্বিতীয় টেষ্ট দলে অলরাউন্ডার মোসাদ্দেকের অন্তর্ভুক্তি প্রত্যাশিত ছিল।
দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহঅধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান ও শুভাশীষ রায়।
চট্টগ্রাম টেস্ট জিতে ২ ম্যাচের রকেট সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। বাংলাদেশ ও ইংল্যান্ড দলের খেলোয়ারগন আগামীকাল মঙ্গলবার সকাল ১১টার ফ্লাইটে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আসার কথা রয়েছে।