সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা, ইন্দোনেশিয়ায় তরুণীদের বেত্রাঘাত

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বিয়ের আগে ভালবাসার মানুষটির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন। এতে শরিয়া আইন ভাঙা হয়েছে!‌ তাই মসজিদে বসিয়ে বেত্রাঘাত করা হল।যন্ত্রণায় কঁকিয়ে উঠলেন ১৩ তরুণ–তরুণী। বাকিরা তাকিয়ে উপভোগ করল সেই শাস্তি। মুহূর্মুহূ হাততালিও দিল। এটি ইন্দোনেশিয়ার আচের ঘটনা। ছবিটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু ।

idonesia

জাকার্তা বিচ্ছিন্নতাবাদীদের দীর্ঘ বিদ্রোহের পর ২০০১ সালে আচে প্রদেশকে স্বায়ত্তশাসনের অধিকার দেয়। তখন থেকেই সেখানে শরিয়া আইন চালু হয়।ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে ২০০৫ সালে শান্তি চুক্তি করে আচে। শরিয়া আইন নিয়ে কড়াকড়ি বাড়ে। শরিয়া আইনে সমকামিতা, মদ্যপান, জুয়াখেলা নিষিদ্ধ। এসব করলেই শাস্তি বেত্রাঘাত।

সোমবার আচের রাজধানী বান্দা আচের মসজিদে বসে বিচারসভা। ১৩ জনের মধ্যে দুজনের অপরাধ নাকি আরও গুরুতর!‌ ঝোঁপের মধ্যে বসে গল্পগুজব করছিলেন দুজন। সন্তানসম্ভবা বলে আপাতত রেহাই পেয়েছেন এক তরুণী। কিন্তু সন্তানজন্মের পরই তাঁকে বেত মারা হবে।

আচের ডেপুটি মেয়র জাইনাল আরিফিন জানিয়েছেন, অপরাধ করলে শাস্তি পেতেই হবে।যাতে ভবিষ্যতে কেউ এ রকম কাজ না করে। আচেতে দিনদিন শাস্তি দেওয়ার ঘটনা বাড়ছে। বেশিরভাগ ‘‌অপরাধী’‌ই মহিলা। এই নিয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনা তারা পাত্তা দিচ্ছে না।উল্লেখ্য ইন্দোনেশিয়ার ৯০ শতাংশ নাগরিক মুসলিম হলেও সেখানে ধর্ম নিয়ে এতটা বাড়াবাড়ি হয় না। ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *