বার্মার রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয়দের সংঘাতে ৩৯ নিহত

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয়দের সংঘাতে বার্মার রাখাইন প্রদেশে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। এই সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য এবং হামলাকারীদের ২৬ জন প্রাণ হারায়। এ সংঘাত গত রোববার থেকে শুরু হয়।

বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত এলাকাটিতে পুলিশের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষ পরে বড় আকার ধারন করে।কর্তৃপক্ষ হামলার জন্য দায়ীদের বিষয়ে নিশ্চিত কিছু বলেনি।  তবে রোববারের  এ হামলার ঘটনায় সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

অস্ত্রধারী লোকজন সীমান্ত পুলিশের বেশ কয়েকটি চৌকিতে এই হামলা চালায় বলে রাষ্ট্রীয় মাধ্যমের খবরে বলা হয়। ধারনা করা হচ্ছে এরা দেশটিতে দীর্ঘদিন ধরে নিপীড়িত রোহিঙ্গা গোষ্ঠীর সদস্য।এই সহিংসতার ঘটনার পর সরকারি বাহিনীর অবস্থানের বিষয়ে আজ স্থানীয় সংবাদপত্রে দেশটির নেত্রী অং সাং সুচি বলেছেন, সরকার ‘আইনের শাসন প্রতিষ্ঠার’ চেষ্টা করছে।

মংগদু এলাকায় স্থানীয়দের হামলায় নয়জন পুলিশ নিহত হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায় তিনশো স্থানীয় বাসিন্দার সাথে সংঘাতে জড়িয়ে পড়ে ।গত কয়েকদিন ধরে বাংলাদেশ-বার্মা সীমান্তে রাখাইন প্রদেশে এ সংঘাত চলছে।সূত্রঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *