সিরিজ নির্ধারনী ৩য় ওয়ানডে নিয়ে সারা দেশে ক্রিকেটপ্রেমীদের মধ্যে টান টান উত্তেজনা

আজ দুপুর আড়াইটায় বাংলাদেশ ইংল্যান্ড ৩য় ওয়ানডে খেলা চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়ার কথা।

এটি সিরিজের ৩য় ও শেষ ম্যাচ।আজকের খেলাতেই সিরিজ নির্ধারন হবে।আগের দুটি খেলায় উভয় দল একটি করে জয় পায়।উভয় দলই আজকের খেলায় জয় লাভ করার জন্য মরিয়া।সমানে সমান, কেহ কাহারে নাহি ছাড়িবে।টাইগার ক্যাপ্টেন সিরিজ জিততে চান।দেশবাশীও তাই আশা করে।

johur-ahmed-stadiumপ্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিততে জিততে হেরে যায়।এমন হারাতে সারা দেশের মানুষ চরম কষ্ট পেয়েছিল।২য় ওয়ানডেতে বাংলাদেশ ৩৪ রানে জিতে যায়।দেশবাশী এবার চরম খুশী।২য় ওয়ানডের কিছু ঘটনা আজকের খেলার জয় পরাজয়কে আরোবেশী উত্তেজনাপূ্র্ণ করে তুলেছে। ২য় ওয়ানডেতে বাটলার আউট হওয়ার পর স্টেডিয়ামে দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। পাশাপাশি মাঠে খেলোয়াররাও উল্লাস প্রকাশ করে।এটি বাটলারের ভাল লাগেনি।তিনি উত্তেজিত হয়ে বাংলাদেশী খেলোয়ারদের দিকে তেরে আসেন ও কিছু স্লেং ভাষা ব্যবহার করেন।আবার খেলাশেষে হাত মিলানো পর্বে তামিম ইকবাল ইংল্যান্ডের একজন খেলোয়ারের সাথে হাত মিলাতে গেলে ঐ খেলোয়ার হাত মেলাননি।পাশে থাকা ইংল্যান্ডের আরেক খেলোয়ার তামিমকে ধাক্কা মারে।

johur-ahmed-stadium1

তারপর দেখলাম,শুনলাম, জানলাম মাসরাফি ও সাব্বিরের ম্যাচের ২০% ফি কেটে নেওয়ার জরিমানা হয়েছে।পাশাপাশি উভয়ের একটি করে ডিমেরিটও যুক্ত হয়েছে। আর এ ঘটনার গুরু বাটলারকে শুধু তিরস্কার করা হয়েছে।অথাৎ “উদোরপিন্ডি বোদোর ঘাড়ে” এর মত অবস্থা।আর এ সমস্ত ঘটনাবলী আজকের খেলার জয় পরাজয়ের মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছে।

অপরদিকে চট্রগ্রামে গত দুদিন যাবৎ হাল্কা থেকে ভারী বৃষ্টি হচ্ছে।আজ সকালেও বৃষ্টি হয়েছে।দেশের চার সমূদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা জারি করা হয়েছে।সমূদ্র উত্তাল।সব মিলিয়ে আজকের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।এদিকে আজকের খেলার জন্য রিজাভ ডে রাখতে বিসিবি ইসিবিকে চিঠি দিয়েছিল।ইসিবি নাকরে দিয়েছে।তবুও বাঙ্গালী খেলা দেখা এবং জিতার অপেক্ষায় আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *