সিরিজ বাাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

প্রথম ম্যাচে প্রায় জিততে জিততে হারের পর সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ খেলতে নামবে স্বাগতিক বাংলাদেশ দল।

বাংলাদেশ দল শুক্রবার প্রথম ম্যাচে ২১ রানে হারে ।বাংলাদেশ খেলার শেষদিকে প্রায় জিতে যাওয়া ম্যচটি হেরে যায়। তিন ম্যাচের সিরিজটি বাঁচাতে হলে আজ দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে বাংলাদেশকে।অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথম ম্যাচে হারের জন্য বাজে ফিল্ডিংকে দায়ী করেন ।বাংলাদেশের ফিল্ডাররা সেদিন তিনটি ক্যাচ মিস করেছিল ।সেদিকে হয়তো গুরুত্বটা বাড়বে দ্বিতীয় ম্যাচে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষদিকে ব্যাটিং বিপর্যয়ের পর দলে কোন পরিবর্তন আসবে কিনা এনিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে । অনেকেই প্রথম একাদশে দেখতে চাইছেন বিশেষ করে দীর্ঘদিন ধরে বসে থাকা নাসির হোসাইনকে। দ্বিতীয় ম্যাচে দলে কোন পরিবর্তন আসার সম্ভাবনা কম বলে মণে হচ্ছে ।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান মনে করেন যে দলে এখন পরিবর্তন হলে সেটি একটি খারাপ বার্তা দেবে।

imrul-kayes1

প্রথম ওয়ানডেতে হাতে ব্যথা পাওয়ায় মোশারফ হোসেন রুবেল এর স্থানে একটি একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।আর প্রথম ম্যাচে ব্যাটিংয়ে সাত নম্বরে থাকা মোসাদ্দেক হোসেন শূন্য রানেই আউট হয়ে যাওয়ায় তার অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। সেখানে পরিবর্তন হলে নাসির হোসাইনের একটি সম্ভাবনা থাকছে।

ইনজুরির কারণে ইংল্যান্ড শিবিরে  কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।ফিটনেস টেস্ট দিতে হবে জনি বেয়ারস্টো এবং লিয়াম প্লাংকেটকে।জেসন রয়েরও হালকা ইনজুরি রয়েছে।ইংলিশ দল ইনজুরির পাশাপাশি ঢাকার গরমেও কাবু ।তারা গরমের কষ্ট নিয়ে বারবার পোস্ট দিচ্ছে  সোশ্যাল মিডিয়ায়, প্রশিক্ষণের সময় কমিয়ে এনেছে ।এই আবহাওয়া বাংলাদেশ দলকে স্বাগতিক হিসেবে বিশেষ সুবিধা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *