প্রবল ঘূর্ণিঝড় ম্যাথিউ হাইতি ও কিউবায় আঘাত হেনে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

প্রবল ঘূর্ণিঝড় ম্যাথিউ হাইতি ও কিউবায় আঘাত হেনে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে। ইতিমধ্যেই অন্তত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ে হাইতির যোগাযোগ ব্যবস্থার ৮০% বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ত্রাণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এখনো ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করার অপেক্ষায় আছে।

methew2

এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে প্রবল বেগে ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড় ম্যাথিউ-এর কারণে ফ্লোরিডা ও সাউথ ক্যারোলাইনায় লাখ লাখ মানুষকে তাদের বাড়িঘর থেকে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ। ফ্লোরিডার সরকার জানিয়েছে, তাদের ইতিহাসে প্রথমবারের মতন এতো ব্যাপক সংখ্যক মানুষকে সরিয়ে নিতে হচ্ছে।

matthew-cuba1

ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা থেকে পালাতে গিয়ে চার্লসটন সিটি ও সাউথ ক্যারোলাইনায় সড়কে দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ফ্লোরিডা বাসীকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘এই ঝড় সঙ্কটজনক’। পাশাপাশি তিনি আরো বলেছেন যে, বৃহস্পতিবার সকাল নাগাদ এই ঝড় ফ্লোরিডাতে তার ছাপ রেখে যাবে।আগামী রবিবারে যুক্তরাষ্ট্রে চলমান প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার যেসব অনুষ্ঠান ছিল তার সবই বাতিল করা হয়েছে।

methew1

কিউবার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে ঘূর্ণিঝড়ে এখনো কেউ প্রাণ হারাননি। তবে, রাস্তার ওপর বড় বড় পাথর পড়ে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও সাউথ ক্যারোলাইনায় যাতায়াতের প্রায় সকল পথই বন্ধ হয়ে আছে দীর্ঘ জ্যামের কারনে। এই দুই এলাকা ছেড়ে দলে দলে মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাবার সময় তারা সড়কে বহু গাড়ির জ্যামে পড়েছে। সাউথ ক্যারোলাইনার আটলান্টিক সাগরের তীরবর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।সূ্ত্রঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *