টাঙ্গাইলের কালিহাতিতে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক খাদে-নিহত ৪
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
টাঙ্গাইলের কালিহাতিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত পাঁচজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার যোকারচর এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকটি দূূূূর্ঘটনায় পড়ে।
জানা যায়, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যোকারচর এলাকায় পৌঁছলে সামনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি খাদে পরে যায়। তাতে ঘটনাস্থলে চারজন নিহত হয়।