ইংল্যান্ড বিসিবি একাদশ প্রস্তুতি ম্যাচে ইমরুল কায়েসের সেঞ্চুরী
স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ইংল্যান্ড বিসিবি একাদশ প্রস্তুতি ম্যাচে ইমরুল কায়েস সেঞ্চুরী করেছেন।তিনি ৯১ বলে ১২১ রান করে আউট হন।১১ টি চার ও ৬ টি ছক্কার সাহায্যে তিনি এ রান করেন।এছারা ৪৬ বলে ৩৬ রান করেন নাজমুল হোসেন সান্ত, ৫৭ বলে ৫১ রান করেন মুশফিকুর রহিম, নাছির হোসেন করেন ৪৫ বলে ৪৬ রান।তবে হতাস করেছেন সৌ্ম্য সরকার।তিনি ২২ বলে মাত্র ৭ রান করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৫০ ওভারে ৩০৯।