ভারত শাসিত কাস্মিরে আবারো সেনা ঘাটিতে জংগী হামলা
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ভারত শাসিত কাশ্মীরে একটি সেনা ঘাঁটিতে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারো হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন ভারতীয় সীমান্ত রক্ষী নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, সন্দেহভাজন জঙ্গিরা শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বারামুল্লার একটি সেনা ঘাঁটিতে গতরাতে গ্রেনেড ও গুলি ছুড়ে হামলা চালায়। এরপর নিরাপত্তা বাহিনীও পালটা গুলি চালায়।এই হামলার ঘটনা ঘটল ভারতের পক্ষ থেকে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ-রেখা পার হয়ে জঙ্গি আস্তানায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা সুনির্দিষ্ট আক্রমণ চালানোর দাবি করার তিনদিন পর।তবে পাকিস্তান সে দাবি অস্বীকার করেছিল।
গত ১৮ই সেপ্টেম্বর এই বারামুল্লাহ জেলারই উরি সেনা ছাউনিতে হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহত হন।এরপর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।