হোটেল কক্ষে কিম কার্দেশিয়ানের ওপর বন্দুকধারীদের হামলা

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
প্যারিসের এক হোটেলে বন্দুকধারীরা কিম কার্দাশিয়ানের ওপর হামলা করেছে। গত রবিবার রাতে তাঁর হোটেল কামরায় পুলিশের পোশাকে দু’জন মুখোশ পরা বন্দুকধারী হামলা চালায়।বন্দুকধারীরা কিমের দিকে সরাসরি বন্দুক তাক করে।এক প্রেস বিবৃতিতে কিমের মুখপাত্র বলেছেন, ‘‘কিম খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তবে শারীরিক ভাবে তার কো্নো ক্ষতি হয়নি।’’ পুলিশ খতিয়ে দেখছে এই হামলার পিছনে কারা রয়েছে। তবে কিমকে অপহরণের চেষ্টা করা হয়েছিল কিনা সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত নয়।
গত বুধবার মা এবং বোনের সঙ্গে প্যারিসে গিয়েছেন কিম কার্দেশিয়ান। তাঁর স্বামী কেনি ওয়েস্ট রবিবার রাতে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে ছিলেন। খবর পেয়ে জরুরি ভিত্তিতে তিনি প্যারিসের উদ্দেশ্যে রওনা হন।এ ঘটনায় সকলেই হতবাক। সূত্রঃআনন্দ বাজার পত্রিকা