গাজীপুরের সফিপুরে স্পিনিং মিলে আগুন

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
আজ ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে একটি স্পিনিং কারখানায় আগুন লেগেছে।আগুনের সূত্রপাত হয় কারখানার রিসাইক্লিনিং সেকশন থেকে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস কর্মী ও শ্রমিকরা বলেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে কারখানার ডেনিম রিসাইক্লিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন আশেপাশে থাকা ফিনিশিং ও সুতার গুদামে ছড়িয়ে পড়ে।এক পর্যায়ে রিসাইক্লিং প্ল্যান্টের দীর্ঘ টিনশেড কাঠামো ধসে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।