পাক-ভারত সীমান্তে পাকিস্তানি হামলায় ৮ ভারতীয় সেনা নিহত ও একজন আটক-দাবী পকিস্তানের
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
কাশ্মিরের পাকিস্তান সীমান্তে ভারতের হামলার পর পালটা জবাব হিসাবে এবার লাইন অফ কন্ট্রোলে হামলা চালাল পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে এ হামলায় ৮ ভারতীয় সেনা নিহত হয়েছে ও এক সেনাকে আটকও করা হয়েছে।
একজন ভারতীয় সেনা পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েছে বলে নয়া দিল্লিতে ভারতের সেনাবাহিনী থেকে জানানো হয়। ভারতীয় সেনাবাহিনী থেকে জানানো হয় এমন ঘটনা এর আগে উভয় পক্ষ থেকেই ঘটেছে।এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবর, পাকিস্তানের ওই হামলায় অন্তত ৮ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।
জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত ড. মালিহা লোদি ভারতীয় সেনা আটকের কথা নিশ্চিত করেছেন । তবে তিনি পাকিস্তান সীমান্তে ভারতের হামলার কথা অস্বীকার করেছেন। খবরঃডন