আফগানিস্তানের সাথে বাংলাদেশের ২ উইকেটে হারার কারন

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান দুই উইকেটে স্বাগতিক বাংলাদেশেকে হারিয়েছে। এই হারের পিছনে বেশ কয়েকটি কারন উল্লেখ করছেন ক্রীড়া বিশ্লেষকেরা।

টসে হেরে গতকাল প্রথমে ব্যাট করে বাংলাদেশ মাত্র ২০৮ রানে অল আউট হয়। জবাবে আফগানিস্তান শেষ ওভার পর্যন্ত খেলে আট উইকেটে লক্ষ্যে পৌঁছে যায়।প্রথম ওয়ানডেতেও বাংলাদেশ মাত্র ৮ রানে অতিকষ্টে আফগানিস্তানকে হারায়।কেউ কেউ দীর্ঘদিন পর বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার বিষয়টিকে সামনে নিয়ে আসছেন।ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইসাম যেমনটা বলছিলেন যে ১০ মাস বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেট খেললেও কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি।তিনি জানাচ্ছিলেন এখন আর কোন দল এতটা সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকে না।

গতকালের ম্যাচ সম্পর্কে তিনি বলছেন ” আমার কাছে মনে হয়েছে ফুল হার্টেড প্রচেষ্টা ছিল না, অনেক গুলো ব্যাটসম্যান ২০ এর ঘরে ৩০ এর ঘরে আউট হয়”।মি. ইসাম মনে করেন বাংলাদেশ টিমের উপর ম্যানেজমেন্ট বা স্ট্রাকচারের উপর অনেকের অনেক ইনফ্লেয়েন্স রয়েছে। তিনি বলছিলেন ” এটা প্লেয়াররা ভালোভাবে নেয় না বলে আমার মনে হল। কিছু প্লেয়ারের ফর্ম ভালো না তারপরেও তাদের ক্যারি করা হচ্ছে”। সেখানে তিনি সৌম্য সরকারের নাম উল্লেখ করেন।

ক্রিকেটের সিদ্ধান্ত যেন ক্রিকেটার বা কোচ নেয়। বোর্ডের উঁচু পর্যায় থেকে সিদ্ধান্ত আসলে সেটা ক্রিকেটারদের আপসেট করে বলে তিনি মনে করেন। আন্ডারডগ আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে বাংলাদেশকে কষ্ট করেই জিততে হয়েছিল।ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন দল হিসাবে আফগানিস্তানও ধীরে ধীরে শক্ত ভীত তৈ্রী করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *