পাকিস্তান আন্তর্জাতিক সীমানার কাছে মহড়া শুরু করেছে
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের রাজস্থানের জয়সালমেরের কাছে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে পাকিস্তান সেনা মহড়া শুরু করেছে । পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার দাবি জোরাল হয়েছে উরি হামলার পর নানা মহল থেকে। তবে ভারত বারবার জানিয়েছে, যুদ্ধ নয় বরং কূটনৈতিক ভাবে পাকিস্তানকে একঘরে করা হবে। আর সিন্ধু জল চুক্তি বা পাকিস্তানকে ‘সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ’–এর তকমা না দিয়ে ভাতে মারার কৌশল নেওয়া হয়েছে। তবু পাকিস্তান সেনা মহড়া শুরু করেছে। পাকিস্তান ২২ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মহড়া চালিয়ে যাবে। ১৫ হাজার সেনা এবং ৩০০ বায়ুসেনা কর্মী মহড়ায় অংশ নিয়েছে।