হ্যাকাররা ইয়াহু’র ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ইয়াহু নিশ্চিত করেছে হ্যাকাররা সংস্থাটির ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। ইয়াহু থেকে জানানো হয়েছে হ্যাকাররা গ্রাহকের নাম, ইমেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, টেলিফোন নম্বর এবং পাসওয়ার্ড চুরি করেছে।তবে, এক বিবৃতিতে ইয়াহু জানিয়েছে, এ্যাকাউন্টের বিপরীতে করা কিংবা এর সাথে সম্পর্কিত ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য হ্যাকাররা চুরি করতে পারেনি।এটিকে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা বলা হচ্ছে।

yahoo

ইয়াহু বিশ্বাস করে ২০১৪ সালে ঐ হামলা রাষ্ট্রীয় মদদে চালানো হয়েছিল। গ্রাহকদের অতি সত্বর তাদের পাসওয়ার্ড পরিবর্তনের আহ্বান জানিয়েছে ইন্টারনেট পোর্টালটি।ইয়াহু’র মোট ব্যবহারকারীর সংখ্যা এই মূহুর্তে প্রায় ১০০ কোটি।অগাস্টে ‘পিস’ নামে পরিচিত একজন হ্যাকার ইয়াহুর ২০কোটি ব্যবহারকারীর তথ্য বিক্রি করতে চায় বলে জানালে, প্রথম বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।এখন কর্তৃপক্ষের ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে তদন্তকারীদের পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, ২০১৪ সালে ঘটা ঐ সাইবার-হামলার ঘটনা সম্পর্কে কোন ধারণাই ছিল না প্রতিষ্ঠানটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের।

আর এ বছরের জুলাই মাসেই যুক্তরাষ্ট্রের টেলিকম কোম্পানি ভেরাইজোন ৪৮৩ কোটি ডলারের বিনিময়ে ইয়াহুকে কিনে নেয়। ভেরাইজোন বলছে, দুইদিন আগে পর্যন্ত তারা এ বিষয়ে কিছুই জানতো না।যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এ ঘটনা তদন্তে কাজ শুরু করেছে ।খবরঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published.