হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন আটক

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গোয়েন্দারা একজন যাত্রীর লাগেজ থেকে একটি ড্রোন জব্দ করেছে । প্রতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে চলতে পারে ড্রোনটি। শুল্ক গোয়েন্দাদের পক্ষ থেকে বলা হয়েছে, এটির সঙ্গে উন্নতমানের ক্যামেরা আর সেন্সর রয়েছে।
শুল্ক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ফিল্মিং-এর কাজে এ ধরনের ড্রোন ব্যবহৃত হয়। এটি স্পায়িং এর কাজেও ব্যবহার করা যায়। এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে করে শারজাহ থেকে আসেন এক যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই তার ওপর শুল্ক গোয়েন্দাদের নজরদারী ছিলো। তার নাম নজরুল ইসলাম । তাকে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় থামানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ড্রোন থাকার কথা অস্বীকার করেন। এরপর এক পর্যায়ে তার সাথে থাকা লাগেজে তল্লাশি চালিয়ে ড্রোনটির যন্ত্রাংশ উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা সংস্থার তথ্যমতে, ড্রোন নানা ধরনের নাশকতার কাজে ব্যবহার হতে পারে। তাই সম্প্রতি বাংলাদেশে এর আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। সরকারের অনুমতি ছাড়া ড্রোন আমদানি করা যায় না। এটি উড্ডয়নের করতে হলে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে আগে অনুমতি নিতে হয়।খবরঃবিবিসি