ছেলের দেয়া আগুনে দগ্ধ বাবার মৃত্যু
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ফরিদপুর জেলায় ছেলের দেওয়া আগুনে দগ্ধ সেই বাবা আজ সকালে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারই কিশোর ছেলে মুগ্ধ হুদা নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেয়ায় গত বৃহস্পতিবার বাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলো । এতে বাবা মা দুজনই অগ্নিদগ্ধ হন। বাবা রফিকুল হুদার বার্ন ছিল গুরুতর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। রফিকুল হুদার শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিলো।তার শ্বাসনালীও পুড়ে গিয়েছিলো বলে জানিয়েছেন ডা সামন্ত সেন। আজ সকালের দিকে মারা যান তিনি।
রফিকুল হুদা(৫০) পেশায় কনট্রাকটর এবং স্যানিটারি সামগ্রীর ব্যবসায়ী ছিলেন। তিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার সামসুল হুদার ছোট ভাই।
ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমুদ্দিন আহমেদ জানিয়েছেন গত বছর এসএসসি পাস করা কিশোর ছেলেটি বাবার কাছে নতুন মডেলের মোটরসাইকেল দাবি করেছিলো। যদিও তার একটি মোটরসাইকেল আগেই ছিলো।বাবা মা নতুন আরো একটি মোটরসাইকেল কিনে দিতে অস্বীকার করেছিলো ।তখন সে ক্ষুব্ধ হয়ে ঘরের মধ্যে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রফিকুল হুদা ঢাকা মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
নাজিমুদ্দিন আহমেদ আরো জানিয়েছেন এই ঘটনায় পরিবারের সদস্যরা এখন পর্যন্ত কোন মামলা দায়ের করে নি ।তবে মামলার প্রস্তুতি চলছে।