আই এস যৌনদাসী হলেন রাষ্ট্রপুঞ্জের দূত!

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
নাদিয়া এককালে আই এস জঙ্গিদের যৌনদাসী ছিলেন। এবার রাষ্ট্রপুঞ্জের শুভেচ্ছাদূত হলেন উত্তর ইরাকের সেই নাদিয়া মুরাদ। তিনি সারা বিশ্বে মানব পাচারের সমস্যা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করবেন । ২০১৪ সালে আই এস জঙ্গিরা উত্তর ইরাকে সংখ্যালঘু ইয়াজিদিদের গ্রামগুলো দখল করে । নাদিয়ার বয়স তখন ১৯। জঙ্গিরা মুসলিম নন বলে গ্রামের পুরুষদের নির্বিচারে হত্যা করে । নাদিয়ার চোখের সামনেই খুন হন বাবা, ভাই। আর মহিলারা যৌনদাসীতে পরিণত হন। এর পর চলে মারধর আর গণধর্ষণ। নাদিয়া ৩ মাস এই বন্দী জীবন কাটানোর সময় বহুবার ধর্ষিত হন। একবার পালাতে যেয়ে ধরা পড়ার পর ৬ জঙ্গি ধর্ষণ করে তাঁকে। আর জ্ঞান হারানো পর্যন্ত চলে অত্যাচার। পরের বার অবশ্য পালাতে সক্ষম হয়েছিলেন নাদিয়া। পালিয়ে জার্মানি চলে যাওয়ার পর সেখানে তাঁর চিকিৎসা চলে।