সুখী দাম্পত্যের পাঁচ টিপ্‌স

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

‌বিয়ে জীবনের এক অতিগুরুত্বপূর্ণ অধ্যায়। স্বামী হোক বা স্ত্রী— বিয়ের পরে পাল্টে যায় রোজকার জীবনের অনেকটাই। কী করে মানিয়ে নেবেন এই বদলের সঙ্গে?‌ কী করে আরও মজবুত করে তুলবেন একে অপরের ‌সম্পর্ক?‌ নববিবাহিতদের জন্য রইল কিছু টিপ্‌স। ‌
❏ ‌বিয়ে করলাম আর দায়িত্ব শেষ হয়ে গেল এমনটা ভাববেন না। একে অপরকে বোঝার চেষ্টা করুন। নিজেদের মধ্যে প্রেম করুন। একে অপরকে ভাল রাখার চেষ্টা করুন। প্রতিদিন আরও ভাল স্বামী বা স্ত্রী, আরও ভাল বন্ধু হওয়ার চেষ্টা চালিয়ে যান। ঠিক ভুল নয়, সত্যের ওপর প্রতিষ্ঠা করুন সম্পর্ক। ভাল বক্তা হয়ে মনোযোগ আকর্ষণ নয়, শ্রোতা হয়ে উঠুন।
❏ নতুন বিয়ে উত্তেজনায় মুখে খই ফুটছে। তাতে পরষ্পরের মতপার্থক্য বেরিয়ে আসছে। আর প্রত্যেকে যুক্তি দিয়ে নিজের মত জাহির করছেন। না এমনটা করবেন না, তর্ক হয়ে যাচ্ছে বুঝলেই প্রসঙ্গ পালটান।
❏ কথায় কথায় হাসুন। জোর করে হাসুন। একজনের হাসি মুখ অপরজনকে সহজ হতে সাহায্য করে। সম্পর্ক গাঢ় হয়।
❏ কারও সঙ্গে নিজেদের সম্পর্কের তুলনা করবেন না। শুধু তাই নয়, কোনও কিছুর সঙ্গে নিজের প্রাপ্তির তুলনা টানবেন না।
❏ সব সময় অপরজনকে অগ্রাধিকার দিন। বিয়ের আগে হয়ত বই পড়ে বা অন্য কাজে অবসর সময় কাটত। বিয়ের পর সব ছেড়ে একে অপরের পিছনে সময় দিন। জেনে নিন অপরজনের আগ্রহের জায়গা।‌খবরঃআজকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *