মিনেসোটায় ছুরি হামলায় আহত ৮

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

menisota-shopping-mall

আমেরিকার মিনেসোটা প্রদেশের সেন্ট ক্লাউড শহরে একটি শপিং মলে শনিবার ছুরি নিয়ে হামলা চালালো এক অজ্ঞাত পরিচয় আততায়ী। পরে তাকে গুলি করে মেরে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার আগে জনে জনে ওই ব্যক্তি নাকি জিজ্ঞাসা করেছিল তারা মুসলিম কিনা। তবে হামলার কারণ নিয়ে এখনও ধন্দে পুলিস। ঐ শহরের পুলিস প্রধান ব্লেয়ার আন্ডারসন বলেছেন, ‘‌এটা সন্ত্রাসবাদী হামলা কিনা তা আমাদের জানা নেই।’‌ ‌‌

Leave a Reply

Your email address will not be published.