কাস্মীর সেনাঘাটিতে হামলায় ১৭ জোয়ান ও হামলাকারী ৪ জংগী নিহত
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
প্রায় ছয় ঘণ্টার গুলাগুলির পর কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলকারী ৪ জঙ্গি নিহত হয়। ১৭ জওয়ানও এই হামলায় নিহত হয়েছেন ।
কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে রবিবার ভোর ৫টা নাগাদ এক দল জঙ্গি বন্দুক, গ্রেনেড নিয়ে হামলা চালায় । সেনা সূত্রে খবর, ১২ ব্রিগেড হেড কোয়ার্টারের কাছে সীমান্ত লাগোয়া ওই সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা ঘটানোই ছিল জঙ্গিদের উদ্দেশ্য। ভারতীয় বাহিনীর জওয়ানদের তৎপরতায় সেই ছক ভেস্তে যায়। জওয়ানরাও পাল্টা জবাব দেয় । দু’পক্ষের মধ্যে প্রায় ছয় ঘণ্টা গুলাগুলি চলে। বেশ কয়েক জন জওয়ান আহত হন । তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্য কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ হামলার খবর পাওয়া মাত্রই তাঁর রাশিয়া সফর বাতিল করে দেন। কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করেন । গোটা পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠকও ডাকেন।
সেনা সূত্রে খবর, আরও এক জন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। সেনারা পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে । গত দু’মাসে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিদের ৩০ জনের একটি দল কাশ্মীরে ঢুকে পড়েছে বলে শনিবারেই কাশ্মীরে বিএসএফ-এর আইজি বিকাশ চন্দ্র জানিয়েছিলেন। তারা বিভিন্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে। তিনি আরও জানান, বুরহান ওয়ানির মৃত্যুর পর যে ভাবে কাশ্মীর অশান্ত হয়ে উঠেছিল, সেই সুযোগকে কাজে লাগিয়েই জঙ্গিরা কাশ্মীরে ঢুকে পড়ে। খবরঃআনন্দ বাজার পত্রিকা