হিজাব পরিহিত মডেল নিউ ইয়র্কের ফ্যাশন উইকে
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
প্রথমবারের মতো হিজাব পরে ক্যাটওয়াকে অংশ নিয়েছেন নিউ ইয়র্ক ফ্যাশন উইকে মডেলরা। ইন্দোনেশিয়ান মুসলিম ডিজাইনার আনিসা হাসিবুয়ানের করা ডিজাইনে এই মডেলরা পোশাক পরে ক্যাটওয়াকে অংশ নেন।
প্রথমবারের মতো তিনি ইন্দোনেশিয়ার প্রতিনিধিত্ব করেন। মুসলিম নারীরা যখন তাদের পছন্দমতো পোশাক পরিধানে তীব্র বাধার সম্মুখীন হচ্ছেন, যখন তাদের পোশাক নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে- এমনই এক সময়ে হাসিবুয়ানের ডিজাইন করা পোশাক প্রদর্শিত হলো।
আয়োজকরা ধারণা করছেন এমন পরিস্থিতিতে এই পোশাক প্রদর্শনী হিজাবকে মেইনস্ট্রিমের পোশাকে পরিণত করতে সহায়তা করবে।হাসিবুয়ানের শহর ইন্দোনেশিয়ার জাকার্তায় মহিলারা যে ধরনের পোশাক পরেন সেরকম পোশাকের প্রভাব লক্ষ্য করা গেছে অনুষ্ঠানে প্রদর্শিত পোশাকে ।ডিজাইন করা পোশাকগুলো ছিল বেশ ঢিলেঢালা,দামি কাপড়ের ওপর ছিল এমব্রয়ডারি এবং সবাই ছিলেন হিজাব পরিহিত।ফ্যাশন শো শেষে সমালোচকদের বেশ প্রশংসাও কুড়িয়েছেন ৩০ বছর বয়সী হাসিবুয়ান। খবরঃবিবিসি