সাকিব আল হাসানকে নামিয়ে ফেরার পথে কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে নামিয়ে দেয়ার পর ফেরার পথে গতকাল সকালে কক্সবাজারে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।এই ঘটনায় একজন নিহত এবং তিন জন আহত হয়েছে।নিহত ব্যক্তির নাম শাহ আলম।আহত তিনজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায় সাকিব বিজ্ঞাপনের একটি কাজে অংশ নিতে সকালে এই হেলিকপ্টারে করে ঢাকা থেকে কক্সবাজারের ইনানিতে যান। তিনি সেখানে নিরাপদেই পৌঁছান।তাঁকে নামিয়ে দেয়ার পর পরই সেখান থেকে কয়েকজন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ফেরার জন্য উড়াল দিলে সৈকতেই বিধ্বস্ত হয়। গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টারটির পাইলটকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।