সদস্য হলেই মিলবে বিনামূল্যে আজীবন বিয়ার,শহর জুড়ে বিয়ারের পাইপলাইন!

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

bear-pipe-line

ভাবনা অদ্ভুত তাঁর । যখনই কাউকে তাঁর এই ভাবনা শেয়ার করেছেন, কেউ হেসে উড়িয়ে দিয়েছেন, কেউ আবার উপহাস করেছেন তাঁকে পাগল বলে । গ্যাসের পাইপ লাইন,জলের পাইপ লাইন আমরা দেখেছি। কিন্তু শহর জুড়ে যদি বিয়ারের পাইপলইন তৈরি হয় তা হলে তো অবাক হতেই হয়! বেলজিয়ামের ব্যবসায়ী জেভিয়ার ভ্যানেসতে চেয়েছিলেন, ব্যবসার সুবিধার্থে ব্রাজ জুড়ে বিয়ারের পাইপ লাইন তৈরি করতে। যাতে খুব কম খরচে সহজেই বেলজিয়ামের ‘ব্রাজসে জট’ পৌঁছে যেতে পারে সবার কাছে। বেলজিয়ামের অন্যতম জনপ্রিয় বিয়ারের ব্র্যান্ড এই ‘ব্রাজেস জট’। ব্রাজের মানুষ এই খবর শুনে আহ্লাদে আটখানা। জেভিয়ার ভ্যানেসতের এই প্রোজেক্টে ‘ক্রাউডফান্ডিং’ ব্যবস্থা থাকায় উদ্বোধনের আগেই ৩ লক্ষ ইউরো অর্থ চলে আসে। তাঁদের জন্য আকর্ষণীয় অফার রেখেছেন জেভিয়ার যাঁরা এই ফান্ডিংয়ে অর্থ সাহায্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *