টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

tangail-bus-accident

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। শনিবার সকালে কালিহাতী ও মির্জাপুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায় সকাল ছয়টার দিকে মির্জাপুর উপজেলার ইচাইল নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও বাসের সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত ও আরো ২০ জন আহত হন। গুরুতর অবস্থায় আহতদের মধ্যে  ১৫ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। এরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রহিমা বেগম(৩০),তার সাত বছরের শিশুপুত্র বায়জীদ,কুড়িগ্রামের অলিপুর উপজেলার মহাদেবপুর গ্রামের মমিনুল ইসলামের স্ত্রী সালমা বেগম।জানা যায় সকালে কুরনী নামক স্থানে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মা ও ছেলে নিহত হয়। কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে আহতদের মধ্য আরো দুইজন মারা যান।

অপরদিকে সকাল নয়টার দিকে কালিহাতী উপজেলায় বঙ্গবন্ধু সেতুর কাছে আনালিয়া বাড়ি এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন ও হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।

Leave a Reply

Your email address will not be published.