অভিনয় ভেবে ডুবতে থাকা টিভি তারকাকে বাঁচাতে যাননি কেউ

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

domingos-montagner

অভিনেতা ডোমিঙ্গোস মনটাগনার এক নাটকের শ্যুটিং এর সময় নদীতে ডুবে মারা গেছেন।তিনি ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় টিভি তারকাদের একজন। তাঁকে বাচানোর জন্য একজন সহশিল্পী যখন চিৎকার করে সাহায্য চাইছিলেন, তখন অন্যরা ভেবেছেন সেটাও নাটকে অভিনয়ের অংশবিশেষ।

সাও ফ্রানসিসকো নদীতে ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন সোপ ‘ভেলহো চিকো’র একটি এপিসোডের দৃশ্য ধারণ করা হচ্ছিল ।শ্যুটিং এর ফাঁকে ডোমিঙ্গোস মনটাগনারসহ আরেক অভিনেত্রী ক্যামিলা পিটাঙ্গা নদীতে সাঁতার কাটতে যান।নদীর স্রোতে মনটাগনার যখন ভেসে যাচ্ছিলেন, তার সঙ্গে থাকা অভিনেত্রী ক্যামিলা চিৎকার করে সাহায্য চান।

কিন্তু স্থানীয়রা ভেবেছিলেন, তারা বুঝি তখনো নাটকের অভিনয় করে চলেছেন। এটিকেও টেলিভিশন সোপ অপেরার অংশ ভেবে তারা কেউ আর সাহায্যের জন্য এগিয়ে যান নি ।এদিকে কর্তৃপক্ষ বলছে, যেভাবে তীব্র স্রোতে ডোমিঙ্গোস ভেসে যাচ্ছিলেন সেখানে আসলে অন্য কারও কিছু করার ছিল না।

ডোমিঙ্গোস মনটাগনারকে স্থানীয় বন্দুকবাজদের সঙ্গে লড়াই করতে দেখা যায় এই সোপ অপেরায়। একটি দৃশ্যে দেখা যায়, তাকে কয়েকবার গুলি করা হলে তিনি সাও ফ্রানসিসকো নদীতে ডুবে যান। যদিও কয়েক সপ্তাহ পরে তিনি আবার ফিরে আসেন।বাস্তবে অনেকে তার নদীতে ডুবে যাওয়ার ঘটনাকে সেরকম কোন অভিনয়ের দৃশ্য ভেবেছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *