মগবাজার মৌচাক ফ্লাইওভারের ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেসগেট অংশ যানবাহন চলাচলের জন্য উম্মোক্ত

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেসগেট অংশ যানবাহন চলাচলের জন্যে ওম্মোক্ত করে দেওয়া হয়েছে।আজ সকালে এলজিইডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোসারফ হোসেন উপস্থিত থেকে ফ্লাইওভারের এ অংশটুকু ওন্মোক্ত করেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী এ ফ্লাইওভার উদ্ভোদন করেছেন। আজ আমি শুধু ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেসগেট অংশ যান চলাচলের জন্য ওন্মোক্ত করলাম।তিনি আরো বলেন আগামী বছরের জুন জুলাইয়ের মধ্যে এ ফ্লাইওভারের অন্য অংশগুলি চালু হবে।আশা করি তখন এ এলাকায় জানজট থাকবে না।
ব্যস্ত রাস্তার ওপর ফ্লাইওভার নির্মান কাজ করার ফলে একদিকে যেমন নির্মান কাজ ব্যহত হ্য় অন্যদিকে যানবাহন ও সাধারন মানুষের চলাচলে ব্যপক ভুগান্তির সৃস্টি হয়। দীর্ঘ প্রতিক্ষার পর ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেসগেট অংশ যানবাহন চলাচলের জন্যে ওম্মোক্ত হওয়ায় মানুষের কষ্ট লাঘব হবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য এ ফ্লাইওভারের রমনা থেকে সাতরাস্তা অংশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০শে মার্চ উদ্ভোদন করেছেন।