বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে অন অ্যারাইবেল ভিসা বন্ধ

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

untitled-1-copy

সাতই সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় বাংলাদেশীদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেয়া বন্ধ করার পর বাংলাদেশেও পাল্টা প্রদক্ষেম হিসাবে সেদেশের নাগরিকদের ‘অন অ্যারাইভ্যাল’ ভিসা দেয়া বন্ধ রেখেছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্র থেকে জানা যায় , এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানানো হয়নি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি জানার পর রোববার ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসাকেরাকে তলব করা হয়েছিল।কিন্তু এ বিষয়ে নিজের দেশের সিদ্ধান্ত বা অবস্থানের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি শ্রীলঙ্কার হাইকমিশনার।ফলে বাংলাদেশের পক্ষ থেকেও শ্রীলঙ্কার নাগরিকদের ‘অন অ্যারাইভ্যাল’ ভিসা দেয়া বন্ধ রাখার পদক্ষেপ নেয়া হয়েছে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বিবিসি বাংলাকে জানিয়েছেন, শ্রীলঙ্কার সিদ্ধান্তের প্রেক্ষাপটে সরকারী নির্দেশনা অনুযায়ী এগারো তারিখ থেকে বাংলাদেশও শ্রীলঙ্কার যাত্রীদের একই সুবিধা দেয়া বন্ধ রেখেছে।

এ বিষয়ে ঢাকায় শ্রীলঙ্কান হাই কমিশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।শ্রীলঙ্কার সিলন ডেইলি নিউজ এ প্রকাশিত এক রিপোর্টে দেশটির ইমিগ্রেশন দপ্তরের ভিসা ও সীমান্ত ব্যবস্থাপনা দপ্তরের কন্ট্রোলার এমবি উইরাসেকারাকে উদ্ধৃত করে বলা হয়েছে, নিরাপত্তার কারণে বাংলাদেশী নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে।তবে, একই প্রতিবেদনে দেশটির ইমিগ্রেশন ও বহির্গমন বিভাগের কন্ট্রোলার এমএন রানাসিংঘেকে উদ্ধৃত করে বলা হয়েছে, সরকার এ বিষয়ে  নীতিগত পরিবর্তন আনার কোন সিদ্ধান্ত নেয়নি।খবরঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *