ঘুর্নিঝড় মিরান্তির আঘাতে লন্ডভন্ড টাইওয়ান, সোয়ালাখ ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
clouds_1000302_16

তাইওয়ানে শক্তিশালী ঘূর্ণিঝড়ে ১ জনের মৃত্যু হয়েছে।বিবিসি বলছে, ঘন্টায় ১৪১ মাইল বেগে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে তাইওয়ানে প্রায় পাঁচলাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।সোয়ালাখ বাড়ী থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার সকালে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জিয়ামেনে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।প্রায় ৫০০ ফ্লাইট বাতিল করা হয়।ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়।

এটি ২১ বছরের মধ্যে তাইওয়ানে আঘাত হানা সবচে শক্তিশালী ঘূর্ণিঝড় ।চীনের সর্ব পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে।এরআগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘূর্ণিঝড়ের গমনপথে যেসব অঞ্চল রয়েছে, সেখানকার অধিবাসীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং জাহাজসমূহকে পোতাশ্রয়ে ফেরার নির্দেশ দেওয়া হয়।জানা যায় বাতাসে বৈদ্যুতিক খুঁটি এবং গাছ-পালা উপড়ে পরেছে, অনেক বাড়ি-ঘরের চাল উড়ে গেছে,মালবাহী ট্রাক উল্টে গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে তাইওয়ানে অপর একটি ঘূর্ণিঝড় মালাকাস শুক্র ও শনিবার আঘাত হানতে পারে বলে।

Leave a Reply

Your email address will not be published.