বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলে থাকবেন না মর্গ্যান ও হেলস
স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান ও ব্যাটসম্যান অ্যালেক্স হেলস বাংলাদেশ সফর থেকে নাম তুলে নিল । নিরাপত্তার অজুহাত দেখিয়ে অনেকদিন ধরেই বাংলাদেশ সফর নিয়ে টালবাহানা চলছিল। ইংল্যান্ড শেষ পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা খতিয়ে দেখে এই সিরিজ খেলতে সম্মত হয়। তবে কয়েকজন ক্রিকেটার বেঁকে বসেন । আশা করা হয়েছিল শেষ পর্যন্ত তাঁরা যেতে হয়ত রাজি হবেন। কিন্তু তেমনটা হল না। রবিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল বাংলাদেশ সফরে এই দুই প্লেয়ার ইংল্যান্ড দলে থাকছেন না।
জল্পনা কল্পনা শুরু হয় গত জুলাইয়ে ঢাকার হোলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার পরই।মর্গ্যান আগেই জানিয়ে দিয়েছিলেন ব্যাক্তিগত নিরাপত্তার কারণে তিনি বাংলাদেশ সফরে যাবেন না এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে দু’জনই জানিয়ে দিয়েছিলেন তারা বাংলাদেশ সফরে থাকবেন না। ইংল্যান্ড ক্রিকেট অধিকর্তা অ্যান্ড্রু স্ট্রস বলেন, আমরা ওদের সিদ্ধান্তকে সম্মান করি। পাশাপাশি আমরা হতাশ এই সিরিজে এই দু’জনকে না পাওয়ার জন্য। দলের সকলের সঙ্গেই এই নিয়ে আমরা কথা বলেছিলাম। আশা করব আর কেউ এই সফর থেকে নাম প্রত্যাহার করবে না।ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শুক্রবার বাংলাদেশ সফরের জন্য দল বেছে নেবে ।একদিনের দলের অধিনায়কত্ব করবেন মর্গ্যানের অবর্তমানে জোস বাটলার।