টুইন টাওয়ারে হামলার ১৫তম বার্ষিকীর প্রাক্কালে ওবামা

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

৯/১১ হামলার ১৫তম বর্ষপূর্তির প্রাক্কালে মার্কিন জনতাকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি বিরোধী রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষে কটাক্ষ করতেও ছাড়লেন না ওবামা। সরাসরি ট্রাম্পের নাম না করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যাঁরা আমাদের মধ্যে বিভাজন ঘটাতে চাইছেন, তাঁদের কাছে আমাদের হার মানলে চলবে না। আমাদের প্রতিক্রিয়া এমন হওয়া উচিত নয় যাতে আমাদের সামাজিক কাঠামো ক্ষয়িষ্ণু হয়ে পড়ে। নিজের সাপ্তাহিক রেডিও ও অনলাইন ভাষণে ৯/১১ হামলার বর্ষপূর্তির ঠিক আগের দিন একথা বললেন ওবামা।

twintowerattack

ওবামা তাঁর ভাষণে বলেন,আমাদের দেশকে মহান বানিয়েছে আমাদের বৈচিত্র, বর্ণ, লিঙ্গ, সব প্রতিভাকে স্বাগত জানানোর মানসিকতা ও ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে প্রত্যেককে সমান চোখে দেখার ঐতিহ্য । আমাদের নমনীয় করেছে এই ঐতিহ্যই। উল্লেখ্য, রিবালরিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষমূলক মন্তব্যের এর আগেও বহুবার সমালোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট এবার ৯/১১ হামলার বর্ষপূর্তির প্রাক্কালে পরোক্ষে ট্রাম্পের বিভাজনের রাজনীতিকে আক্রমণ করলেন নির্বাচনের ঠিক দু’মাস আগে।

আল-কায়েদা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার বুকে ওই ভয়াবহ হামলা চালিয়েছিল।প্রায় ২ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছিল যাত্রীবাহী বিমান অপহরণ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যমজ বহুতলে হামলার ঘটনায় ।পাশাপাশি আরও একটি বিমান পেনসিলভেনিয়ায় খোলা মাঠে ভেঙে পড়ে আঘাত হানার আগেই। অন্য একটি অপহৃত বিমান আছড়ে পড়ে পেন্টাগনের উপর।  আমেরিকার অন্দরে এধরনের বিদেশি শক্তির হামলা প্রায় দুশবছরের মধ্যে প্রথমবার ঘটে। পনের বছর আগের ওই হামলার ঘটনাকে আমেরিকার ইতিহাসের “অন্যতম অন্ধকার দিন” বলে এদিন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই ১৫ বছরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। ওসামা বিন লাদেনের বিচার হয়েছে।আমরা মাতৃভূমির নিরাপত্তা আরও জোরদার করেছি ।আমরা বহু হামলার চেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছি ।বহু প্রাণহানির ঘটনা আটকাতে পেরেছি।

খবরঃ ওয়াশিংটন, ১০ সেপ্টেম্বর (এএফপি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *