রুমানার হ্যাটট্রিকে সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল। আর এই জয়ের সঙ্গে নারী ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন রুমানা আহমেদ। বাংলাদেশ এই লেগ স্পিনারের হ্যাটট্রিকে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১০ রানের জয় পেয়েছে ।জাহানারা আলমের দল সেই সঙ্গে ১-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ।

rumana

বেলফাস্টে সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। বাংলাদেশ একই মাঠে শনিবার রাতে আয়ারল্যান্ডের সামনে বড় লক্ষ্য দিতে পারেনি । টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪০.১ ওভারে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ওপেনার সানজিদা ইসলামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৩ রান। অধিনায়ক জাহানারা আলম ১৪ রান করেন ।

আইরিশ বোলার অ্যামি কিনেলে একাই নেন চার উইকেট।

১০৭ রান তাড়া করতে নেমে জয়ের দিকেই এগোচ্ছিলেন আইরিশরা। খেলার একটা সময় হাতে ছিল ৮ উইকেট রান দরকার ছিল ৫৫। কিন্তু এর পরই দুর্দান্ত বোলিং করে ম্যাচে ফেরে বাংলাদেশ। অফ স্পিনার খাদিজাতুল কুবরাও হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন । তারপরই জ্বলে ওঠেন রুমানা। হ্যাটট্রিকের তিনটি উইকেটই এসেছে এলবিডব্লুর মাধ্যমে। শেষ পর্যন্ত ৯৬ রানে আইরিশরা অলআউট হয় ।

আইরিশ দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন সেসলিয়া জয়েস।২৬ রান করেন ডিলানি  । তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রুমানা আহমেদ ।ফাহিমা ও কুবরা দুটি করে উইকেট নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.