টংগী বিসিক শিল্পনগরিতে বয়লার বিস্ফোরনে নিহত ২১
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর উপকন্টে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় আজ সকালে বয়লার বিস্ফোরণে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা্য মহিলা ও শিশুসহ ২৩ জন নিহত ও শতাধিক শ্রমিক ও পথচারী আহত হয়েছে। চারতলা ভবনের একাংশ ধ্বসে পড়ে আগুনের তীব্রতায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে কারখানা ছাড়িয়ে সংলগ্ন বাসাবাড়ি, গোডাউন, ব্যাংক ও কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।
টঙ্গী, গাজীপুর, ঢাকার কুর্মিটোলা ও আশুলিয়া ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল সোয়া ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। আহতদের টঙ্গী সরকারি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও উত্তরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের ডিডি বদিউজ্জামানের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায় বয়লারটি কারখানার মূলফটকে থাকায় বিস্ফোরণে দেয়াল ধ্বসে পড়ায় এবং কালো ধোয়ার কুণ্ডলীর কারণে শ্রমিকরা বের হতে পারেনি।ফায়ার সার্ভিসের লোকজন সকাল ১১টা পর্যন্ত ২০টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছে বলে জানা যায়। দেয়ালচাপা পড়ে আছে বেশ কয়েকজন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ২৫টি ইউনিট কাজ করছে।