চট্টগ্রামে ১৯ কোটি টাকা মূল্যের প্রায় চার লাখ পিস ইয়াবা উদ্ধার
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
শনিবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে চট্টগ্রামের আনোয়ারার সাত্তার মাঝিরঘাট সংলগ্ন এলাকা থেকে ১৯ কোটি টাকা মূল্যের প্রায় চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।
জানা যায় মায়ানমার থেকে ইয়াবাভর্তি একটি বোট চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরের অদূরে গভীর সমুদ্রে অপেক্ষা করছে এবং সাত্তার মাঝিরঘাটের আশপাশের এলাকায় এসব ইয়াবা খালাস হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।কোস্ট গার্ডের সদস্যরা এসময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে বোটটি না থেমে পালিয়ে যাওয়ার সময় সাগর সৈকতে আটকে যায়। ইয়াবা পাচারকারীরা বস্তাভর্তি ইয়াবা নিয়ে পালানোর সময় কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া দিলে বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।