ফ্রান্সে রোপওয়েতে আটকে পড়েছেন ৪৫ জন পর্যটক

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ফ্রান্সের আল্পস পর্বতমালায় কেবল কারে ৪৫ দর্শনার্থী আটকে পরেছেন। মন্টে ব্লাঁর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ১১০ জন আটকে পড়লেও ৬৫ জন আরোহীকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছে। রাতের অন্ধকারে উদ্ধার অভিযান ব্যহত হওয়ায় বাকীদের উদ্ধারে সকালের অপেক্ষা করা হচ্ছে। কেবল কারগুলো মাটি থেকে ৩ হাজার ৮০০ মিটার উপরে।কর্তৃপক্ষ ঠিক কি কারণে কেবল কারগুলোতে এই বিপর্যয় ঘটল সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ।
কেবল কোম্পানির প্রধান ম্যাথিউ দেশাভানে জানিয়েছেন, তাঁরা কেবল কারে আটকে পড়া সবার সঙ্গেই যোগাযোগ রাখছেন। তাঁদের সঙ্গে খাবার পানিও রয়েছে।ইতালিয়ান ও সুইস কর্তৃপক্ষ উদ্ধার অভিযানে সহায়তা করছে। তিনটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, তাঁরা দেড় ঘণ্টায় ৬০জন দর্শনার্থীকে উদ্ধার করেছে। কিন্তু অন্ধকারের কারণে বাকিদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। সকালে আবার উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা।