প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০, খাসির ২০, ভেড়ার ১৫টাকা

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

gorur-chamra

চামড়া ব্যবসায়ীরা কোরবানীর পশুর চামড়ার দাম ঠিক করেছেন।এবারের দাম গতবারের তুলনায় সামান্য কম।পশু ও আকার ভেদে দাম বিভিন্ন রকম। ঢাকায় লবনযুক্ত গরুর চামরার দাম ধরা হয়েছে প্রতিবর্গফুট ৫০টাকা, ছাগলের চামড়ার দাম ধরা হয়েছে ২০টাকা, আর ভেড়ার চামড়ার দাম ১৫ টাকা।ঢাকার বাইরে লবনযুক্ত গরুর চামড়ার দাম হবে প্রতিবর্গফুট ৪০ টাকা।

গত বছর ট্যানারি ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকায় কিনেছেন। প্রতি বর্গফুট লবণযুক্ত মহিষের চামড়ার দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা; আর সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া ২০ থেকে ২২ টাকা এবং বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকায় সংগ্রহ করা হয়েছিল।আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কিছুটা কমে যাওয়ায় এবার দাম কিছুটা কমেছে।

সরকারের তথ‌্য অনুযায়ী, এ বছর দেশে কোরবানির উপযোগী প্রায় ৩৩ লাখ গরু ও মহিষ মজুদ আছে, যা চাহিদার সমান। ফলে এ বছর ভারত থেকে গরু না আনলেও চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *