প্রধানমন্ত্রী বলেন কেউ না খেয়ে থাকবেনা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

‘খাদ্য বান্ধব’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে না, রোগে-শোকে ভুগবে না।বুধবার সকালে কুড়িগ্রামের চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে কোনো মানুষ যেন দরিদ্র না থাকে, বাংলাদেশ সমৃদ্ধ হবে, উন্নত হবে এ লক্ষ্যে আমরা এই কর্মসূচি চালু করেছি। তিনি আশা প্রকাশ করে বলেন, এই অঞ্চলে আর কোনদিন মঙ্গা হবে না। মানুষ না খেয়ে মরবে না। তারা যেন স্বাস্থ্য সম্মত জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা আমরা করেছি। ‘মঙ্গা’ শব্দটা যেন কুড়িগ্রাম বা রংপুরবাসীকে আর না শুনতে হয় সে ব্যবস্থা করা হয়েছে।

“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই- স্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচিতে হতদরিদ্রদের মাঝে বছরে ৭৫০০০০ টন চাল বিতরণ করা হবে। হতদরিদ্র ৫০ লাখ পরিবার মার্চ-এপ্রিল এবং সেপ্টেম্বর-নভেম্বর এই পাঁচ মাস এই সুবিধা পাবে। ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি পর্যন্ত চাল কিনতে পারবে তারা। এ কর্মসূচিতে নারী, বিধবা ও প্রতিবন্ধী নারী প্রধান পরিবারকেই প্রাধান্য দেওয়া হবে ।

সর্বশেষে তিনি বলেন, “গরীবদের মধ্যে ১০টাকায় চাল বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করলাম”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *