নতুন আইন হচ্ছে মানবতাবিরোধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সরকার একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধী যাদের বিচারকার্য শেষ হয়েছে তাদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
আনিসুল হক বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তাভাবনা করা হচ্ছে।তিনি আরো জানিয়েছেন, মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধে সংগঠনের বিচারের লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় আছে।