টেস্টে দ্বি স্তর পদ্ধতি চালুর প্রস্তাব বাতিল করেছে আইসিসি

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
টেস্টে দ্বি স্তর পদ্ধতি চালুর প্রস্তাব বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার দুবাইয়ে আইসিসির প্রধান নির্বাহী কমিটির বৈঠকে এই প্রস্তাব বাতিল করা হয়।
যদিও আইসিসির ৬ পূর্নাঙ্গ সদস্যদেশ অস্ট্রলিয়া, ইংল্যন্ড, নিজিল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিস এ প্রস্তাবের পক্ষে ছিল।বাংলাদেশ,ইন্ডিয়া, শ্রীলংকা ও জিম্বাবুয়ে এ প্রস্তাবের বিপক্ষে ছিল।কোন রকমের ভোটাভুটি ছাড়াই আলোচনার মাধ্যমে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
তবে এই প্রস্তাব পাশ হলে ক্ষতিগ্রস্ত হতো বাংলাদেশ।