মার্কিন প্রেসিডেন্ট ছাতা মাথায় দিয়ে গার্ড অফ অনার গ্রহন করেন
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট লাওস সফরে এলেন । বিমানবন্দরে বারাক ওবামাকে স্বাগত জানান লাওসের প্রেসিডেন্ট। বৃষ্টিকে উপেক্ষা করেই গার্ড অফ অনার। ছাতা মাথায় অভিবাদন গ্রহণ করেন বারাক ওবামা। আগামী তিন বছর অতিরিক্ত ৯০০ কোটি ডলার অর্থ সাহায্যের ঘোষণা বারাক ওবামার।