মীর কাশেমের সঙ্গে পরিবারের শেষ সাক্ষাৎ আজ বিকাল ৩টায়
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
কারা কর্তৃপক্ষ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে তার পরিবারকে দেখা করার জন্য বলেছে।আজ শনিবার বিকাল সাড়ে তিনটায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মীর কাসেমের সঙ্গে তার পরিবার দেখা করবে।
তবে ধারনা করা হচ্ছে এটিই হয়ত মৃত্যুদন্ড কার্যকরের পূ্র্বে মীর কাশেম আলীর সঙ্গে তার পরিবারের শেষ দেখা।মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। উল্লেখ্য শুক্রবার দুপুরে মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে কারা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন।