কারাগারে জল্লাদ, কারা নিরাপত্তা জোরদার
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
একাত্তরে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
কারা কর্তৃপক্ষ কারা বিধি অনুযায়ী স্থানীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন এবং কারা মহাপরিদর্শকের কাছে অবহিতকরণ চিঠি পাঠিয়েছে। একই চিঠি পাঠানো হয়েছে মীর কাসেমের গ্রামের বাড়িতে।লাল খামে ভরে শনিবার সকাল ১১টায় বিশেষ কারা বার্তাবাহকের মাধ্যমে চিঠি পাঠানো হয়। এদিকে কারাগারে পৌঁছেছে জল্লাদরা।কারাগার সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল কবির দুপুর দেড়টার দিকে কারাগারে প্রবেশ করেছেন বলে জানা যায়। ধারণা করা হচ্ছে তিনি ফাঁসির প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে এসেছেন।