আরো সময় চান মীর কাশেম আলী
নিউজ ডেস্কঃবিডি নিউজ ৩৬৫ ডটকম
ফাঁসিরদন্ডপ্রাপ্ত আসামী মীর কাশেম আলী প্রান ভিক্ষা চাইবেন কি চাইবেন না তা জানানোর জন্য আরো সময় চান বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলসুপার প্রশান্ত কুমার বনিক।
প্রশান্ত কুমার বনিক জানান, বৃহস্পতিবার সকাল ১১টা দিকে মীর কাসেম আলীকে রাষ্ট্রপতির নিকট প্রাণ ভিক্ষার আবেদনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল।প্রাণভিক্ষা চাওয়া সিদ্ধান্তের বিষয়ে আরো কিছু সময় চেয়েছেন তিনি। কিন্তু তিনি কত সময় চান এটা নিশ্চিত করে জানাননি।