রিশা হত্যাঃঅবশেষে অভিযুক্ত ওবায়েদুল খান আটক
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ওবায়েদুল খান
অবশেষে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশার সন্দেহবাজন খুনি ওবায়েদুলকে গ্রেপ্তার করেছে র্যাব। পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার সোনারাই এলাকা থেকে আজ বুধবার সকালে তাকে গ্রেফতার করে র্যাব।
ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রিশা (১৪) গত বুধবার স্কুলের সামনের ফুটওভারব্রিজের উপর দিয়া যাওয়ার সময় এক যুবকের ছুরিকাঘাতে আহত হওয়ার পর আশে পাশে থাকা ছাত্র, শিক্ষক ও অভিবাবকরা তাকে উদ্ধার করে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় ।তিনদিন পর রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ঘটনার দিন রাতে রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রমনা মডেল থানায় মামলা করেন। ওই মামলায় ওবায়দুলকে আসামি করা হয়।