মীর কাশেম আলীর রিভিউ খারিজের রায়ের কপি ট্রাইবুনালে

নিউজ ডেস্কঃবিডি নিউজ ৩৬৫ ডটকম

Mir Kashem Ali

সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ খারিজের রায়ের কপি ট্রাইবুনালে পাঠানো হয়েছে।রাতেই ট্রাইব্যুনালের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রায়ের কপি কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানা যায়।

মঙ্গলবার বিকাল পাঁচটা ১ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপিল বিভাগের অপর চার বিচারপতির স্বাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়।সকাল নয়টা ১ মিনিটে মৃত্যুদণ্ডের রায় পুনঃবিবেচনা চেয়ে মীর কাসেম আলীর রিভিউ পিটিশন খারিজ করে দেয় আপিল বিভাগ। রিভিউ খারিজের রায়টি লিখেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ওই রায়ে একমত পোষণ করেছেন আপিল বিভাগের এ বেঞ্চের অপর চার  বিচারপতি।রিভিউ পিটিশন খারিজের  প্রকাশিত রায়টি ২৯ পৃষ্ঠার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *