তামিমের ২ সহযোগী সনাক্ত

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

Fozle Rabbi

ফজলে রাব্বি

এরা হলেন ফজলে রাব্বি ও তৌসিফ হোসেন।

ফজলে রাব্বি  নামে এই তরুণের বাড়ি যশোর বলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন।যশোরের কিসমত নওয়াপাড়ায় রাব্বিদের বাসা।যশোর এমএম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফজলে রাব্বি গত ৫ এপ্রিল থেকে নিখোঁজ বলে তার পরিবারের ভাষ্য।ঘটনাস্থল থেকে উদ্ধার একটি জাতীয় পরিচয়পত্র থেকে রাব্বির পরিচয় জানা গেছে।রাব্বির বাবা হাবিবুল্লাহ ৭ এপ্রিল ছেলের নিখোঁজের তথ্য জানিয়ে স্থানীয় থানায় একটি জিডি করেন।

 গুলশান হামলার পর যশোর পুলিশ নিখোঁজ যে পাঁচজনের ছবি দিয়ে পোস্টার ছাপিয়েছিল সেখানে ২ নম্বরে রাব্বির ছবি ছিল।
towsif

তওসিফ

অভিযানে নিহত অন্যজন ঢাকার ধানমণ্ডির তাওসীফ হোসেন বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছেন মনিরুল ইসলাম। তবে তার পরিচয় এখনওনিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।ধানমণ্ডির ৪৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডা. মো. আজমলের ছেলে তাওসীফ।গুলশান হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিখোঁজ তরুণদের যে তালিকা দেওয়া হয় তাতে তাওসীফের নাম আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *