হলি আর্টিজানে হামলার মূল হোতা নিহত: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্কঃবিডি নিউজ ৩৬৫ ডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গুলশানে হলি আর্টিজানে হামলার মূল হোতা নিহত হয়েছে।
গণভবনে শনিবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমি গোয়েন্দা সংস্থা এবং পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই।”শেখ হাসিনা বলেন, “অনেক দিন ধরেই পুলিশ তামিমকে খুঁজছিল”। শেষ পর্যন্ত পুলিশ তাকে খুঁছে পেয়েছিল।
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানে এ নব্য জেএমবি’র শীর্ষনেতা তামিম আহমেদ চৌধুরীসহ অন্তত তিনজন নিহত হন।উল্লেখ্য তামিমসহ অন্যান্য জংগীরা দীর্ঘদিন যাবৎ দেশকে অস্থিশীল করতে কাজ করে আসছিল।